মোঃএনামুল হক:

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৫ পিচ স্বর্ণের বারসহ (১.৭৪৯ কেজি ওজনের) মনিরুল ইসলাম (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২০ এপ্রিল) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক মনিরুল পুটখালী গ্রামের উত্তরপাড়ার মৃত নূর মোহাম্মদের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের ১টি বড় চালান ভারতে পাচার হবে,এমন গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৬ আর পিলারের নিকট নদীরপাড় শূন্য লাইন হতে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামস্থ উত্তরপাড়া নামক স্থান হতে তল্লাশি অভিযান চালিয়ে বিজিবি টহলদল ১৫ পিচ স্বর্ণের বারসহ (১.৭৪৯ কেজি ওজনের) মনিরুলকে আটক করে।

তিনি জানান,জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।