প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে রোববার বিকেলে ছিন্নমূল শিশুদের নিয়ে মেহেদী উৎসবের আয়োজন করা হয়। শহরের রেলস্টেশনের ফুলতলা এলাকায় বন্ধুসভার বন্ধু ও ছিন্নমূল মানুষ উৎসবে অংশগ্রহণ করে।

বন্ধুসভার বন্ধুরা আগতদের হাতে মেহেদী দিয়ে বিভিন্ন ধরণের আলপঁনা এঁকে দেন।

উৎসবের সমন্বয় করেন প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। এসময় বন্ধুসভার সাধারণ সম্পাদক ফয়সাল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক রিদয় খান রিমন, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহসিন মৃধা, অর্থ সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, বন্ধু জিনিয়া আক্তার মিম, সানজিদা কনক, খাদিজা আক্তার নূপুরসহ বন্ধুসভার বন্ধুরা প্রমূখ উপস্থিত ছিলেন।

বন্ধুসভার সাধারণ সম্পাদক ফয়সাল শেখ বলেন, মেহেদী আমাদের ঈদ উৎসবের একটি অংশ। মেহেদী পড়লে উৎসব আরও বর্ণিল বলে মনে হয়। কিন্তু আর্থিক স্বচ্ছলতা না থাকায় অনেকেই মেহেদী কিনতে পারে না। প্রথম আলো বন্ধুসভা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে। ঈদ উপলক্ষে শনিবার ৪০টি পরিবারের মধ্যে ঈদ বাজার বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উৎসবের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন বয়সের শিশু ও নারীরা অংশগ্রহণ করেছে। বিশেষ করে ছিন্নমূল শিশু। এদের হাতে মেহেদী পড়িয়ে দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে।