আহসান হাবিব সরকার নাহিদ ঃ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অস্টম ধাপে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ নৌকা প্রতীক প্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করেছেন। ইতোমধ্যে ২০ জন প্রত্যাশী তাদের উত্তোলনকৃত মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শনিবার (৭ মে) রাত ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু।

জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ৪ং জামালপুর, ৯ং বনগ্রাম ও ১০নং কামারপাড়া ইউনিয়ন (ইউপি’র) ভোটগ্রহণ আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।এ নির্বাচনে নৌকা প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মাঝে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। শনিবার জমাদানের শেষদিন পর্যন্ত ২০ জন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন-

জামালপুর ইউনিয়ন থেকে ৫ জন। তারা হলেন- নুরুজ্জামান মণ্ডল, জাহাঙ্গীর আলম ফকির, আমিনুর রহমান নান্নু, শুভ কাওছার, একেএম সেলিম মিয়া।

বনগ্রাম ইউনিয়ন থেকে ১০ জন। তারা হলেন- মোখলেছুর রহমান, সোহেল রানা, আব্দুল খালেক, মাহমুদ মিয়া, সৈয়দ রায়হানুল হক রবার্ট, রহুল আমিন সরকার জুয়েল, বিভাষ চন্দ্র সরকার, আসলাম হোসেন নান্নু, আমিনুল ইসলাম, শাহীন সরকার।

কামারপাড়া ইউনিয়ন থেকে ৫ জন। তারা হলেন- তরিকুল ইসলাম, ওসমান গনি আকন্দ, এআরএম মাহাফুজার রহমান, আব্দুল গোফফার সরকার, সুভল চন্দ্র সরকার।

সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের আহবানে ওইসব নৌকা প্রত্যাশীদের নিয়ে শনিবার সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত সাদুল্লাপুর হাইস্কুলের শ্রেণি কক্ষে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এসময় বনগ্রাম ইউনিয়নের শাহীন সরকার ব্যতীত ১৯ জন নৌকা প্রত্যাশী সাক্ষাৎকারে অংশগ্রহণ করে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, সহ সভাপতি মোজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল্যাহেল কবির ফারুক, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ মো. ফজলুল হক রানা, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু, এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।

এবিষয়ে সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল্যাহেল কবির ফারুক বলেন, সাক্ষাৎকার অনুষ্ঠানে চুড়ান্ত কিছু না হওয়ায় আগামীকাল রোববার আবারও বসা হবে।

এদিকে,সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সুত্রে জানা যায়, নির্বাচনী তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, যাচাই বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।