বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে সোমবার বিকেল ৫টা থেকে ঘণ্টাব্যাপি এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া। সিপিবি নেতা কমরেড আবদুল হালিম বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মোস্তফা, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড সুশান্ত কুমার রায়, জেলা কৃষক সমিতির সভাপতি আবদুস সাত্তার মন্ডল, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ দাস প্রমূখ। কর্মসূচিতে কমিউনিস্ট পার্টি ও বন্ধু সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দফায় দফায় ভোজ্য তেল সয়াবিনের দাম বাড়ানো হচ্ছে। আবার কেনার সময় দোকানদার অতিরিক্ত দাম নিচ্ছে। তেলের দাম বাড়ানোর কারণে বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। শিশু খাদ্যের দামও দ্বিগুণ হয়েছে। নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মানুষের জীবনে নাভিশ^াস উঠে যাচ্ছে। কিন্তু সরকার এসব বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে না। কোনো মন্ত্রীই দাম কমানোর বিষয়ে কথা বলছেন না। কারণ এই সরকার ভোটবিহীন সরকার। জনগনের কাছে তাদের কোনো জবাবদিহী করতে হয়না।
সম্প্রতি ট্রেনের টিকিট কান্ড নিয়ে নেতারা বলেন, বিভিন্ন দেশের মন্ত্রী কোনো কেলেংকারি হলে পদত্যাগ করেন। আমাদের দেশে সঠিক দায়িত্ব পালন করায় উল্টো ট্রেনের টিটিইকে বরখাস্ত করা হয়েছে। তাও আবার মন্ত্রীর স্ত্রীর কথায়। ভাবতে লজ্জা লাগে। কথায় আছে, পেটে খেলে পিঠে সয়। দেশে সাধারণ মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে। নিত্যপণ্যে দাম না কমালে সরকার যতই মুক্তিযুদ্ধের কথা বলুক জনস্বার্থে পদক্ষেপ না নিলে তাদের পতনের আন্দোলন করা হবে।