মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও সংগঠনের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় জেলা জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুরুতে বিকেল পৌনে ৫ টার দিকে জেলা শহরের আজাদী ময়দানে নেতার্মীরা জড়ো হয়। তারপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর এ্যাড. নুরুল ইসলাম, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সেক্রেটারি মোহাম্মদ আলীমুজ্জমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে স্বৈরাচারী হাসিনার আমলে গ্রেপ্তার করা হয়। অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দ্বী করে রাখা হয়েছে। স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে ৬ মাসের বেশি। কিন্তু এখনো আমাদের নিয়মিত আদালতে হাজিরা দিতে যেতে হয়। এখন পর্যন্ত আমাদের দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়নি। এই প্রথমবার আমরা এই সরকারের আমলে রাজপথে নেমেছি। যদি সরকার আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেয়, তাহলে আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আন্দোলন চালিয়ে যাবো।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আজাদী ময়দান থেকে শুরু হয়ে জেলার প্রধান সড়কে বড়পুল চত্ত্বর ঘুরে রেলগেইট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।