রাজবাড়ী জেলা প্রশাসকের সহযোগিতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প এর আওতায় রাজবাড়ী জেলা পেশাজীবীদের নিয়ে শব্দ সচেতনতা মূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ১৭ এপ্রিল) সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্ব মূলক প্রকল্প পরিবেশ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা সিভিল সার্জন ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ মাহবুবুর রহমান।
এসময় বিভিন্ন পেশাজীবি,প্রশাসন, মসজিদের ইমাম, স্কুল শিক্ষক, ডাক্তার, সাংবাদিক সহ সামাজিক সংগঠনের মানুষ উপস্থিত ছিলেন
প্রধান অতিথি তার বক্তব্যে বক্তারা বলেন শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ভাবে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।সবার সচেতনতা প্রয়োজন আমরা বুঝতে পারিনা আমাদের শব্দ দূষণে অন্যোর কষ্ট হয়। যে কারণে দিন দিন শব্দ দূষণ বেড়ে চলেছে।আমরা নিজে সচেতন হব অন্যকে সচেতন করে তুলবো।