ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ঢাকা রুটে চলাচলকারী এসআই পরিবহন কাউন্টারকে ১২ হাজার, অভি এন্টারপ্রাইজকে ৫ হাজার, সেবা লাইনকে ১২ হাজার ও জেনিন বাস কাউন্টারকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১০ টায় শহরের বাজার স্টেশন এলাকার ব্যস্ততম সড়কের পাশে অবস্থিত উপরোক্ত বাস কাউন্টার গুলোতে যৌথবাহিনীর ফোর্স সহকারে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন এবং বিআরটিএ’র পরিদর্শক হাফিজুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এবং বিআরটিএ’র ২০১৮ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর সদস্য যাত্রী হাসান রশিদ অর্ক’র কাছে থেকে ৩৭৬ টাকার কাছে ৫০০ টাকা নেয়া হয়েছে। অপর যাত্রী শাপলা খাতুনের কাছে চারজনের জন্য এক টিকিটে ১৫০০ টাকা লিখে ২০০০ টাকা ভাড়া আদায় করেছ সেবা লাইন বাস কাউন্টার। সেবা লাইনের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বলেন, কিলোমিটার হিসেবে ঢাকার ভাড়া আসে ৩৮৪ টাকা। ঢাকা থেকে সিরাজগঞ্জে আসার পথে খালি বাস আসার লোকসান পোাশানোর জন্য যাত্রী প্রতি ৫০০ টাকা নেয়া হচ্ছে।

বাস মালিক সমিতির নেতা রোমান আহম্মেদ জানান, ঈদের আগে বাস মালিক ও জেলা প্রশাসনের সাথে সমঝোতা বৈঠকে জেলা প্রশাসক মহোদয় মৌখিকভাবে টিকিট প্রতি ৫০ টাকা বেশি নেয়ার অনুমোদন দিয়েছেন। কিন্তু প্রশাসনের সাথে মালিকদের বেঠকের রেজুলেশনের বাইরে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভ্রাম্যমান আদালত করে জরিমানা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।

গত কাল সিরাজগঞ্জ জেলার সদর উপজেলাধীন বাজার স্টেশন হতে কড্ডার মোড়, যমুনা ব্রিজের পশ্চিম পাড় হয়ে উল্লাপাড়া উপজেলাধীন হাটিকামরুল ইন্টারচেঞ্জ পর্যন্ত সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়, নির্ধারিত স্থানে যাত্রী উঠানামা না করানো ও ফিটনেস সার্টিফিকেট নবায়ন না করা অবস্থায় গাড়ি হাইওয়েতে চলাচল করার অপরাধে ৬ টি মামলায় ভিন্ন ৬ জন অপরাধীকে সর্বমোট ৩০,০০০/- অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া সিএনজি চালিত অটোরিকশা ও থ্রি-হুইলারকে হাইওয়েতে চলাচল না করার জন্য সতর্ক করা হয়েছে।

দুদিনে সর্বমোট ৭৯ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।