মোঃ সোহেল রানা ( বরগুনা )ঃ

প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে আনন্দ-উচ্ছ্বাস আর স্মৃতিচারণায় দিনভর মুখর ছিল বরগুনা জেলার বেতাগী উপজেলার ঐতিহ্যবাহী প্রথম শিক্ষা প্রতিষ্ঠান কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠীদের দেখে পুলকিত ও রোমাঞ্চিত হন অনেকে। গল্প, আড্ডায় মজেন। স্মৃতিচারণা করতে গিয়ে ফিরে যান সেই কৈশোর-তারুণ্যে বিদ্যালয়জীবনে।

বরিশাল বিভাগের বরগুনা জেলাধিন, অতিপ্রাচীন (১৯০৬ সালে প্রতিষ্ঠিত) ঐতিহ‍্যবাহী, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের ১ম মিলন মেলা অনুষ্ঠানটি ১এপ্রিল ২০২৫ তারিখ মঙ্গলবার বিদ‍্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলন ১৯৬৩ সাল থেকে সকল ব‍্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ, যারা দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত, শিল্পপতি, ব‍্যবসায়ী ও অন‍্যান‍্য প্রফেশনালস। ।

উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র, ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা, জনাব আলমগির হোসেন, প্রধান শিক্ষক জনাব শহীদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম সহ সকল বর্তমান শিক্ষক ও প্রাক্তন শিক্ষক মন্ডলী, স্কুল ম‍্যানেজিং কমিটির সভাপতি, অনুষ্ঠান আয়োজক কমিটিতে ছিলেন, মো: মনিরুজ্জামান আহবায়ক (১৯৯১)

এ কে এম আবদুল ওয়াদুদ মিয়া যুগ্ম আহবাহক (১৯৯২)
মো: শাহীন গাজী, সদস্য সচিব (১৯৯৭)
মো: শহীদুল্লাহ, সদস্য (১৯৯১)
মো: মাহতাব হোসেন, সদস্য (১৯৯৪)
মো: আবদুর রাজ্জাক, সদস্য (১৯৯৪)
মো: নিজাম উদ্দিন খান, সদস্য (১৯৯৬)
মো: কামাল হোসেন সদস্য, (১৯৯৬)
মোসা: বিউটি বেগম, সদস্য (১৯৯৫)
মোঃ নাজমুল হুদা নাসির, সদস্য (১৯৯৬)
মো: হায়দার আলী, সদস্য (১৯৯৭)
মো: তারিকুল ইসলাম বাদল, সদস্য (১৯৯৪)
মো: ইমরানুল হক, সদস্য (২০০০)
মো: সুমন গাজী, সদস্য (২০০২)
গাজী মো: আল আমীন আরিফ, সদস্য (২০০৮)
আগামী বছর শতবর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব‍্যক্ত করা হয়।

বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষক জনাব আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শৈশবের স্মৃতিচারণা করে বলেন, ‘আমি আজ যে জায়গায় পৌঁছেছি, তার ভিত্তি রচিত হয়েছে এই পাঠশালায় এই শিক্ষা প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, ১৯০৬ সালে প্রতিষ্ঠিত কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় শুরু থেকেই শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু বরিশাল নয়, দেশের বিভিন্ন ক্ষেত্র সুনামের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।