কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা ভিতরবন্দ ইউনিয়নে ৬ নং ওয়ার্ড ভাঙ্গামোড় নওদাবস গ্রামে আগুন লেগে একটি বাড়ি পুড়ে গেছে আগুনে পুড়ে সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে পরিবারটি । আজ শনিবার সন্ধ্যা ৬ঃ২০ মিনিটের দিকে নওদাবাস ইটভাটা সংলগ্ন হোসেন আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশন এর খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে ভূতি ধোয়া দেন সেই আগুন থেকে পুরো ঘরে ছড়িয়ে পড়ে বিদ্যুৎ তারের সাথে আগুন লেগে গেলে নিমিষের মধ্যে পুড়িয়ে যায় বাড়িটি। এতে প্রায় আট লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন এলাকাবাসী।

প্রতিবেশী মোজাম্মেল হক জানান হঠাৎ করে বাড়ি থেকে দেখি আগুন দেখা যায় আগুনের তীব্রতায় বিদ্যুৎ তারে পুরো বাড়িটি খুবই তাড়াতাড়ি পুড়ে গেল দুটি গরু একটি ছাগল হাঁস মুরগি সহ ক্ষয়ক্ষতি ৮ লাখ টাকার মত। স্থানীয়রা জানান আগুন লাগার পর আমরা সকলে বালুর বস্তা ও পানি ছিটিয়ে আগুন নেবার চেষ্টা করি এতে পাশের বাড়িগুলো তে আগুন লাগেনি। এমত অবস্থায় পরিবার টিকে আর্থিক সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন তারা।