মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁতে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের হজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁতে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার ১৭এপ্রিল ২০২৫ দুই দিন ব্যাপি সরকারি ও বেসরকারি হজযাত্রীদের কে নিয়ে হজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এ এইচ ইরফান উদ্দিন আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নওগাঁ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক ইসলামিক ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ মোঃ মারুফ রায়হান।

অনুষ্ঠানে হজ যাত্রীদের কে হজ্জের যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ জেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা মোঃ রিজওয়ান আহসান।

আরও উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ দেন নওগাঁ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ নাজিয়া তাসনিম সহ আরও অনেক প্রশিক্ষকবৃন্দ।

১৬ ও ১৭ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রায় একহাজার ছই শত হজযাত্রীরা
এই প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।