বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় ইউএনও মোহাম্মদ অল-মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম, বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন বুলু, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার প্রমূখ। অপরদিকে ফতেখাঁ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেলের জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এছাড়া আ’লীগ ও অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে শেখ রাসেলের জন্ম দিন পালন করেন।