রাজবাড়ীতে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দুনিয়ার মজদুর এক হও এই স্লোগান সামনে রেখে জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। গণতন্ত্র রক্ষা, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো এবং ঘুষ-দুর্নীতি লুটপাট বন্ধের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।প্রেসক্লাবের সামনের সড়কে সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা সিপিবির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া। এতে বক্তব্য দেন সিপিবি নেতা কমরেড আবুল কালাম, সদর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, জেলা ক্ষেতমুজুর সমিতির সভাপতি মুজিব আলম বকুল, বীরমুক্তিযোদ্ধা আবদুল আলীফ, ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহমেদ প্রমূখ। কর্মসূচিতে সিপিবি ও সমমনা সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, করোনা মহামারীর কারণে অনেক মানুষ চাকরি হারিয়েছে। বেকাল হয়ে পড়েছে দেশের একটি বড় অংশ। কিন্তু প্রতিদিনই দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সকালে এক দাম। আর সন্ধ্যায় আরেক দাম। এতে করে দেশের সাধারণ মানুষের জীবন দিশেহারা। সরকারের এবিষয়ে কোনো দৃষ্টি নেই। সম্প্রতি সনাতন হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসবে হামলা চালানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভাংচুর, হামলা, লুটপাট ও অগ্নি সংযোগ দেওয়া হচ্ছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে। এসব ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশে ৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।