হারুনুর রশিদ হাবিবুল্লাহ্, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ত্যাগী নেতাদের মনোনয়ন দিতে চান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। এগিয়ে যাওয়া উন্নয়নের রোল মডেল অপ্রতিরোদ্ধ বাংলাদেশ বিনিমার্ণে নিরলভাবে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার (১০ মার্চ -২০২৩) সকালে উপজেলার নওগাঁ শরীফাবাদ স্কুল মাঠে তাড়াশে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গণ সংবার্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

ওই সভায় তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নিজেকে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেন। পাশাপাশি তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা তাঁকে মনোয়ন দিলে তিনি নৌকার বিজয়ে মধ্যে দিতে এই আসনটি তাঁকে উপহার দিবেন এবং শেখ হাসিনার দূনীর্তি মুক্ত স্মার্ট বাংলাদেশ গঠনে নিজেকে জনগণের জন্য বিলিয়ে দিবেন।

গণ সংবর্ধনা অনুষ্ঠানে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যেদের মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সোলাইমান হোসেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা, ইউনুস তাড়াশী, যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্যানেল-১ চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল, তালম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাছ-উজ-জামান, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন প্রমূখ।