তৃতীয় ধাপে আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৩নং নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ পেলেন মো. মতিয়ার রহমান।

গত ২৪শে অক্টোবর, রবিবার দুপুরে ঢাকা বিভাগের নৌকার মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।মনোনিত প্রার্থী বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক ও নবাবপুর ইউনিয়নের চরদক্ষিণবাড়ী গ্রামের আহম্মদ আলী বিশ্বাসের ছেলে।জানা গেছে, ১৯৯৪ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেছেন। ২০০২ সাল থেকে অদ্যবদী পর্যন্ত ৩ বার নির্বাচিত হয়ে বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।নৌকার প্রতীকে মনোনিত প্রার্থী মো. মতিয়ার রহমান বলেন, আমি দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে নবাবপুর ইউনিয়ন ও বালিয়াকান্দি উপজেলাতে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামীলীগের দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমার বিশ্বাস বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জননেত্রীকে আওয়ামী লীগের চেয়ারম্যান উপহার দিতে পারবো।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম’র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে নবাবপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব এবং সন্ত্রাসমুক্ত ইউনিয়ন উপহার দেব ইনশাআল্লাহ।’তিনি আরো বলেন, ইউনিয়নের দারিদ্র পীড়িত মানুষকে আর্থিক সহায়তা, নারী নির্যাতন, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, পরিবেশ দূষণ, জনস্বাস্থ্য রক্ষা ইত্যাদি প্রতিরোধ কল্পে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করবো। আশা রাখি, নবাবপুর ইউনিয়ন বাসী আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সুযোগ করে দিবেন।