শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে অচেনা এক প্রাণীর অতর্কিত হামলার আতঙ্কে আতঙ্কিত তালুকজামিরা গ্রামে শিশু, নারী, পুরুষরা।।গত একমাসে উক্ত প্রাণীর আক্রমণে মারা গেছে এক ব্যক্তি আক্রমণে আহত হয়েছে শিশু সহ ২৫/৩০ ব্যক্তি দাবী এলাকাবাসীর।গত ২৪ অক্টোবর রবিবার উক্ত প্রাণীটির আক্রমণে আহত হয়েছে এক শিশু সহ এক নারী।প্রাণীটি রাব্বি( ১০) নামের এক শিশু কে ২৪ অক্টোবর সকালে আক্রমণ করে মুখমণ্ডল, শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত জখম করে। এ সময়ে শিশুটির আত্মচিৎকারে শিশুটির মা এগিয়ে আসলে প্রাণীটি তাকেও আক্রমণ করে ক্ষতবিক্ষত করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশী লাঠি হাতে এগিয়ে আসলে প্রাণীটি পালিয়ে যায়।অদ্ভুত আকৃতির প্রাণী টা দেখতে অনেকটা কুকুরের মত হলেও সামনে পা দুটি ছোট। প্রাণী টি একা কোন ব্যক্তিকে দেখলেই আক্রমণ করে।তাই এই অচেনা প্রাণীর হাত থেকে বাঁচতে তারা এখন লাঠি হাতে দলবদ্ধ ভাবে চলাচল করছে।তারা বলেন গত একমাস আগে তালুকজামিরা মসজিদের ইমাম ফেরদৌস সরকার রুকু(৫৬) কে আক্রমণ করে।তিনি মাঠে ঘাস কাটতে গেলে আক্রমণ করে। হঠাৎ আক্রমণে তার মুখমন্ডল নাক হাছরে রক্তাক্ত জখম করে। তিনি হাতের কাস্তে দিয়ে প্রাণী টা কে আঘাত করলে পালিয়ে যায়। আহত ইমাম ফেরদৌস প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা শেষে রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরার পর কয়েক দিন পর মারা যায়।এদিকে অদ্ভুত আকৃতির এই প্রাণীকে নিয়ে এলাকায় শুরু হয়েছে বিভিন্ন কল্পকাহীনির। অদ্ভুত এই প্রাণীর হাত থেকে গ্রাম বাসী রাতে দিনে দলবেঁধে গ্রুপ করে পাহারা দিচ্ছে। ভয়ে একা কেউ মাঠে কাজ করতেও যাচ্ছে না।তাদের ধারণা এই প্রাণী শুধু একটা নয় একাধিক আছে। তারা ধান ক্ষেতে ঝোপঝাড়ে লুকিয়ে থাকে একা পাইলেই আক্রমণ করছে।অদ্ভুত প্রাণীর হাত থেকে বাঁচতে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী ।