রাজবাড়ীর বালিয়কান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে ভুমিহীনদের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের দাবিতে রোববার সকালে ভুক্তভোগী ভূমিহীনরা রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচি ও জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি পেশ করেছেন।ভূমিহীনদের দাবি, ২০১০ সালে রাজবাড়ী জেলা প্রশাসন থেকে উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে গড়াই নদী জেগে উঠা চরের সাড়ে ৯ একর জমি ৩৮ জন ভুমিহীন দলিল মূলে বন্দোবস্ত নেন। এরপর থেকে প্রতি বছর শুকনা মৌসুমে ভূমিহীন হিসেবে চাষাবাদ করে আসছেন। এ বছর চর জেগে উঠার পর এলাকার প্রভাবশালীরা ৩৮ জন ভূমিহীনদের সাড়ে ৯ একর জমি জোর পূর্বক দখল করে নিয়েছে।মানববন্ধনে উপস্থিত ছিলেন ফতেহ আহমেদ, রাজ্জাক শেখ, সিরাজুল ইসলাম, শাহীন বিশ্বাস, রব মোল্লা, মসিয়াল মন্ডল, আতিয়ার মন্ডল, মকলেছ মন্ডল,হবিবর মন্ডল, মালেক মন্ডল, আজম, ইসহাক মন্ডল, সহ আরও অনেক ভুমিহীন। তারা বলেন জমি দখলে বাধা দেওয়ায় তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। তাই তারা জেলাপ্রশাসক বরাবর স্বারকলিপি দিয়ে এর প্রতিকার চেয়েছেন।