জাতীয় চার নেতার হত্যাকারীদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবীতে আজ ৬ নভেম্বর শনিবার সকাল ১০.০০ টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এড আসাদুজ্জামান দূর্জয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি এড আসাদুজ্জামান দূর্জয় বলেন আমরা জানি মানুষের জন্য সবচেয়ে নিরাপত্তার জায়গা হলো মায়ের কোল এবং জেলখানা। অথচ আমরা দেখলাম ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ হত্যার পর দেশের মানুষ যাদের উপর নির্ভর করে তারা হলো জাতীয় চার নেতা। মুক্তি যুদ্ধের বিপক্ষের শক্তির কাছে মাথা নিচু না করায় ৩ রা নভেম্বর জেলের মধ্যে তাদের হত্যা করা হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর হত্যা এবং চারনেতার হত্যার বিচার করে। মাননীয় হাইকোর্টে চার আসমির ফাঁশির রায় হয় একজনের ফাঁশি হলেও বাকি আসামিরা বিদেশে থাকার জন্য এখনো ফাঁশি কার্যকর করা হয়নি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি অনতিবিলম্বে সব আসামিদের দেশে এনে ফাঁশির রায় কার্যকর করার জন্য।