নওগাঁ জেলা প্রতিনিধি:

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে জঙ্গল পরিস্কার পরিচ্ছন্নতার অংশ ওসি তারেকুর রহমান সরকার।

নওগাঁর আত্রাইয়ে পরিস্কার-পরিচ্ছন্নতার অংশ এবং ডেঙ্গু প্রতিরোধে জঙ্গল পরিস্কার করা হয়েছে।

আজ ২৪ জুলাই দুপুরে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার এর নেতৃত্বে থানা প্রাঙ্গনের জঙ্গলগুলো পরিস্কার করা হয়।
তিনি জানান, আমাদের কর্মস্থল ও বাড়ীর চারপাশ গুলো পরিস্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। কেননা আমাদের চারপাশ পরিস্কার না রাখলে আমাদের নানা ধরনের রোগবালাই হতে পারে। তাছাড়া বর্তমান সময়ে সারা দেশে ডেঙ্গুর প্রকৌপ দিন দিন বেড়েই চলেছে। এসময় ডেঙ্গু প্রতিরোধে সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি সকলের বাড়ীর চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আহবান জানান ওসি তারেকুর রহমান সরকার।
পরিস্কার-পরিচ্ছন্নতার সময় তদন্ত ওসি মোঃ লুৎফর রহমান, এসআই চাঁদ আলী, ফরিদ আহম্মেদ, ডিএসবি ওয়াজেদ রহমান সহ থানায় কর্মরতরাগন উপস্থিত ছিলেন।