রাজবাড়ী জেলাঃ

রাজবাড়ী সদর উপজেলাধীন বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় ১৫৩টি পরিবারের মাঝে বাড়িঘর পুনঃনির্মানের লক্ষে মানবিক সহায়তা হিসাবে রাজবাড়ীতে ঢেউটিন ও নগত অর্থ বিতরণ করা হয়।

২৪ জুলাই সোমবার বেলা ১১টায়  সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা অফিসারের কার্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে  ঢেউটিন ও নগত অর্থ বিতরণ করা হয়েছে।

এ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার  মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ইমদাদুল হক বিশ্বাস, জেলা ত্রাণ পূনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি হেদায়েত হোসেন সোহরাব।

জেলা ত্রাণ পূনর্বাসন কর্মকর্তা বলেন, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় ১৫৩টি পরিবারের মাঝে বাড়িঘর পুনঃনির্মানের লক্ষে মানবিক সহায়তা হিসাবে প্রতিটি পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও ১ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।