মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নিমার্ণ ও আর্থ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুরের পার্বতীপুরে ১১ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র আমজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন) ও রুকশানা বারী রুকু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান ও কৃষিবিদ নূর মোহাম্মদ রাজা, মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনী প্রকল্পগুলো হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৪ টি উচ্চ বিদ্যালয় যথাক্রমে- মন্মথপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবন, হাসান আলী মহাবিদ্যালয়ের বিদ্যমান ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ, ইন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবন, বাসুপাড়া উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় ৬৪ টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় ১টি পার্বতীপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের ৫-তলা একাডেমিক কাম-প্রশাসনিক ভবন। পরে এই ৫ টি প্রকল্পের ফলক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্ব-শরীরে উপস্থিত হয়ে আলাদাভাবে উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান। এ উপলক্ষে বিদ্যালয় চত্ত্বরগুলোতে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, ‘বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব ভবনের উদ্বোধন করা হলো, আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কা আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে’।