রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ীর সহকারী পরিচালকের কার্যালয়ের উদ্যোগে এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম, জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক।
দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান তিনটি হলো, বেলগাছি স্টেশন বাজারের মেসার্স তৃপ্তি বেকারী, চন্দনী বাজারের মেসার্স জাহানারা ফার্মেসী ও গৌতম স্টোর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংস্থাটির উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও খানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১১টায় তদারকি কার্যক্রম শুরু করা হয়। কার্যক্রম সম্পন্ন করা হয় দুপুর আড়াইটায়। কার্যক্রম পরিচালনা করার সময় বাজার এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসী এবং ওষধ‌পণ‌্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
খাদ্য দ্রব্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে বেলগাছি স্টেশন বাজারের মেসার্স তৃপ্তি বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে সরবরাহ না করায় জাহানারা ফামের্সীকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গৌতম স্টোরকে প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে সরবরাহ না করায় অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনস্বার্থে অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। প্রতিষ্ঠান তিনটিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।