মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

‘সুখে ভরবে আগামীর দিন, পেনশন হবে সর্বজনীন’ স্লোগানে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন কার্যক্রম শুভ উদ্বোধন করলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ।
আজ শনিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পার্বতীপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, ২ নং মন্মথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ, মডেল থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়। আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন), ৫ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান,
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগণ সহ নানা শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীরা। পরে এক আলোচনা সভা
অনুষ্ঠানে সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ধারনা দেয়া হয়। জেলা প্রশাসক শাকিল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে বৈষম্যহীন সামাজিক কাঠামোয় সকল নাগরিকের বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে এই সর্বজনীন পেনশন স্কিম। এটি সফল করতে সকল পেশার মানুষের সহযোগিতা আমাদের অত্যন্ত প্রয়োজন’।