মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর সিঙ্গিমারী (নয়াপাড়া) হিন্দু বসতির রাজবাড়ীতে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির কমিটির আয়োজনে, বিশ্ব শান্তিকল্পে কালি যুগের সকল জীবের মুক্তি কামনায় ষোল প্রহর ব্যাপী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন তিনদিন ব্যাপী লীলাকীর্তনাবলী অনুষ্ঠান আজ রবিবার (২৮ এপ্রিল) শেষ হয়েছে। হরিবাসরে বসানো হয় কীর্ত্তন পদাবলী গানানুষ্ঠান। আনা হয় দেশের বিভিন্ন স্থান থেকে শিল্পীদের। ঐ গ্রামে রয়েছে জমিদার রবী ঠাকুরের কুঠিবাড়ীর মত একটি ঐতিহ্যবাহী পরিবার এবং সেই পরিবারের বিশাল কয়েক একরের হাউলিতে আছে ব্যাক্তি উদ্যোগে গড়ে তোলা রাধাকৃষ্ণ মন্দির। সেখানে প্রতিবছর হরিবাসর অনুষ্ঠিত হয় ও মেলা বসে। দূর-দূরান্ত থেকে আসে ভক্তরা। মূলতঃ জমিদার চির কুমার রায়ের ব্যাবস্থাপনাতেই করা হয় ঐ বিশাল আয়োজন। সমাপনী দিন অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি শ্রী চির কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।