আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধায় ৬ষ্ঠ পর্যায়ে ৩য় ধাপে সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

২৮ শে মে  মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে-এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন (পিপি এম সেবা)।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এঁর সভাপতিত্বে ও সাদুল্লাপুর থানার ওসি তদন্ত মোঃ রাজু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল ধ্রুব জ্যোতির্ময় গোপ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফজিলা খাতুন প্রমূখ।

এসময় গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন (পিপি এম সেবা) তার বক্তব্যে; আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা যাতে করে তাদের পছন্দের প্রার্থীকে সুষ্ঠু ভাবে ভোট প্রয়োগ করতে পারেন এবিষয়ে দ্বায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সকলের প্রতি আহবান জানান।

উল্লেখ্য কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ শে মে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপার-এর মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলার ১১টি ইউনিয়নের ১০২টি ভোট কেন্দ্রে মোট ২,৫৮,৪৫৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য তাদের মনোনীত প্রার্থীদের নির্বাচত করবেন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১,২৭,৮৭৬ জন, মহিলা ভোটার সংখ্যা ১,৩০,৫৭১জন, তৃতীয় লিঙ্গ ভোটার সংখ্যা ৬ জন।

এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৬ জন প্রার্থী এর মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭জন প্রার্থী, সাআদাত শাহ্ মোঃ ফজলুল হক (মোটরসাইকেল প্রতীক) মোঃ সাইদুর রহমান (কাপ-পিরিচ প্রতীক) মোঃ রেজাউল করিম (আনারস প্রতীক) মোঃ নুর আজম মন্ডল (দোয়াত কলম প্রতীক) আব্দুল ওয়াহেদ (ঘোড়া প্রতীক) মোঃ আজিজার রহমান (হেলিকপ্টার প্রতীক) মোঃ সাহীন আলম (টেলিফোন প্রতীক)।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫ জন প্রার্থী, মোঃ মোন্তেজার রহমান চঞ্চল (তালা প্রতীক) মোঃ এনামুল হক মন্ডল (উড়োজাহাজ প্রতীক) মোঃ মিজানুর রহমান (টিউবওয়েল প্রতীক) মোঃ আছকালাম আকন্দ (টিয়া পাখি প্রতীক) মোঃ শাহ আলম (মাইক প্রতীক)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪ জন প্রার্থী, মোছাঃ আকতার বানু লাকী (হাঁস প্রতীক) মোছাঃ লাভলী বেগম (কলস প্রতীক) মোছাঃ আর্জেনা বেগম (বৈদ্যুতিক পাখা প্রতীক) মোছাঃ মাহমুদা বেগম (ফুট বল প্রতীক)।

সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ করতে ১১ জন ম্যাজিস্ট্রেট, ১০২ জন প্রিজাইডিং অফিসার, ৭৪৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১৪৮৬ জন পুলিং অফিসার, আইন শৃংখলা বাহিনীর ৭৮ জন বিজিবি, ১০০৭ জন পুলিশ ও ১৪৭৪ জন আনসারসহ গাইবান্ধা র‍্যাব-১৩ সদস্যরা মোতায়ন করা হয়েছে।