মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও প্রতিপাদ্যে সদর উপজেলা কমিউনিস্ট পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুন) বেলা ১১ টায় জেলা উদীচী কার্যালয়ে এ সম্মেলন উদ্বোধন করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া।
সম্মেলনের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস। সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক ও নিমাই গাঙ্গুলি। এতে আরও বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আবুল কালাম , জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম মো. মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক বাবন চক্রবর্তী, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, ক্ষেতমজুর সমিতির সভাপতি মুজিব আলম বকুল, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী প্রমুখ। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাবু।
সম্মেলন উদ্বোধনের পর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা উদীচী কার্যালয় থেকে শুরু হয়ে রাজবাড়ী রেল স্টেশন, বাটার রোড, স্বর্ণকারপট্টি হয়ে আবার একই স্থানে শেষ হয়।
বিকেলে কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে ধীরেন্দ্র নাথ দাসকে সভাপতি ও আব্দুল হালিম বাবুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন, আব্দুস সামাদ মিয়া, আব্দুস সাত্তার মন্ডল, মুজিব আলম বকুল, সুরেশ সিকদার, আলিফ শেখ। দুইজন সদস্যের পদ ফাকা রাখা হয়েছে।