রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর  জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথের নদীতে পানি বৃদ্ধির কারণে ঘাট ও সড়ক তলিয়ে যাওয়ায় ২দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি ঘাটের সড়ক ও পল্টুন তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করেছে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগে। গত বৃহস্পতি থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় এ রুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।
স্থানীয় সূত্রে জানা যায় , রাজবাড়ীর ধাওয়াপাড়া জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটের ফেরি সার্ভিসটি রাজবাড়ী সড়ক বিভাগের আওতায় পরিচালিত হয়। প্রতিদিন এ রুট দিয়ে যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি ছোট গাড়ি, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার হয়ে থাকে। পানি বৃদ্ধির কারণে গত বৃহস্পতিবার থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সেই সাথে নৌপথের যোগাযোগ সচল করতে পাশেই পল্টুন ও ঘাটের কাজ করছে সড়ক বিভাগ।
দেশের উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের সহজে ও কম সময়ে সড়ক যোগাযোগের জন্য পদ্মার ধাওয়াপাড়া ঘাটে গত ২০০০ সাল থেকে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের অধীনে ছোট দু’টি ফেরি দিয়ে এ ফেরি সার্ভিস চালু করা হয়। এরপর থেকে এ পথে যোগাযোগ বাড়তে থাকলেও কর্তৃপক্ষ কোনো কার্যকরী উদ্যোগ না নেয়ায় ফেরি সার্ভিসের কোনো উন্নতি হচ্ছে না। নাব্যতা সংকট, পানি বৃদ্ধিেতে ঘাট সংকটের মধ্যে দিয়ে চলছে কার্যক্রম।
নৌরুটটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় পদ্মা নদী পারাপার হচ্ছে সাধারণ মানুষ। পাবনা যাওয়ার উদ্দেশ্যে রাজবাড়ীর জৌকুড়া ফেরিঘাটে এসে মোটরসাইকেল চালক জসিম বলেন, নৌরুটটি বন্ধ আমাদের জানা ছিল না। রাজবাড়ী থেকে পানি বৃদ্ধির মধ্যে পরিবার-পরিজন নিয়ে জৌকুড়া ফেরিঘাটে এসে ইঞ্জিনচালিত নৌকায় নদী পার হতে হবে ঝুঁকি নিয়ে । রেহেনা বেগম নামে এক মহিলা যাত্রী বলেন, ফেরি বন্ধ থাকার কারণে আমরা অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে নদী পাড়ি দিচ্ছি।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ সুত্রে জানাগেছে, পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে দুই দিন ফেরি চলাচল বন্ধ রয়েছে। ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুট সচল করতে রাজবাড়ী সড়ক বিভাগ কাজ করছে। যে কারণে এ রুটে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঘাট কতৃপক্ষ বলেন এ্যাপোজ সরকের কাজ চলমান রয়েছে আগামী সোমবার নাগাদ ঘাটটি চালু হতে পারে।