মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আ’লীগের উদ্দেগ্যে প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ ই মে বুধবার বিকাল ০৪ ঘটিকার সময় কালীগঞ্জ আওয়ামী পার্টি অফিসে উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবদুল মতিন সরকার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর সঞ্চলনায় আলোচনা সভা টি অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক মো: এনামুল হক।

বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড্যভোকেট আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি ও কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষ, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবু শ্যমল পাল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : গাজীপুর জেলা পরিষদ এর সদস্য মোঃ দেলোয়ার হোসেন, কালিগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক কাজী হারুন উর রশিদ( টিপু) পৌর যুবলীগের সভাপতি কালীগঞ্জ পৌর আওয়ামীলরগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম সুমন, ও কালীগঞ্জ পৌর সভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর বাদল হোসেন ভূইয়া, কালীগঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভান্ডারী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ভুঁইয়া, নির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: রফিকুল ইসলাম সিজু, কালীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না বাদল, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানবীর মোল্লাহ, সাধারন সম্পাদক ওয়াহিদ হাসান, কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি এম আই লিকন, সাধারণ সম্পাদক, ওয়াসিম মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, ৪২ বছর আগে আজকের এই দিনে দেশে ফেরেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে তাঁর দেশে ফেরার এই দিনটিতে (১৯৮১ সালের ১৭ মে) লাখো মানুষ তাঁকে স্বাগত জানান।

আলোচনা সভা শেষে দোয়া ও তবারক বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়,দোয়া পরিচালনা করেন মদিনাতুল মনোয়ারা মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম,।