আহসান হাবীব নাহিদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে ১৫জুন সন্ধ্যায় ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

১৭জুন বিকাল ৪টায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহায়তায় সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা প্রদান করা হয়।

এসময় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ৩হাজার করে নগদ টাকা শুকনো খাবার সামগ্রী ও দু বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান যে ১৫জুন এই উপজেলা ব্যাপক ক্ষতি হয়েছে এ-উপলক্ষ্যে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো কে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহায়তায় উপজেলায় মোট ৩০০প্যাকেট শুঁকনো খাবার, ৩৫বান্ডিল ঢেউটিন ও ১ লক্ষ ৫ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে।

এই ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি নেয়ামুল আহসান পামেল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।