স্টাফ রিপোর্টার: এস. আর টুটুল এম. এলঃ

রাজশাহীর তানোর উপজেলার ৩নং পাঁচান্দর ইউনিয়ন কমপ্লেক্স ভবনের হল রুমে, দীপশিখা পিইইআর প্রকল্পের আয়োজনে
মাদক প্রতিরোধ দিবস ২০২৩ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে আজ ২৬-জুন (সোমবার) বেলা ১১-৩০ মিনিটে তানোর উপজেলাস্থ ৩নং পাঁচান্দর ইউনিয়ন কমপ্লেক্স ভবনের হল রুমে, দীপশিখা পিইইআর প্রকল্পের আয়োজনে, মাদক প্রতিরোধ দিবস ২০২৩ইং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: শান্তি শৃঙ্খলাময় তানোর উপজেলার র্গবিত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) ওসি – কামরুজ্জামান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পাচান্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি জননেতা আব্দুল মতিন।

এছাড়াও এলাকার ছাত্র, যুবক, তরুন, তরুনি ও অভিবাবকসহ বিজ্ঞ ময়মুরুব্বিগন উপস্থিত ছিলেন।

এসময় : তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন: সুশিক্ষিত, সুস্থ-সবল যুবসমাজ গড়ে তুলার লক্ষে কাজ করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষণ (৪১) এ’ একটি স্মার্ট আধুনিক দেশ বাস্তবায়নে মাদক মুক্ত সুশিক্ষিত যুবসম্প্রদায় অপরিহার্য।
আজকে দীপশিখা পিইইআর প্রকল্পের আয়োজনে মাদক প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় আমি উপস্থিত স্নেহের যুবক, তরুন ও তরুনিদের আহবান জানাচ্ছি তোমরা সুস্থ- সুন্দর, সুশিক্ষিত সবল জাতি হিসেবে গড়ে উঠতে মাদক মুক্ত জীবন গড়বে। এবং তোমাদের আশ-পাশে যদি কোনো মাদক কারবারিদের দেখতে পাও তাহলে ৯৯৯ একল করে তথ্য দিয়ে পুলিশে ধরিয়ে দিতে পুলিশ বাহিনীকে সহযোগিতা করবে।।
আমি একটি মাদক মুক্ত তানোর উপজেলা ঘোষনা করতে তোমাদের এবং স্থানীয় শুশিল সমাজের সকলের সহযোগিতা কামনা করছি।।