রাজবাড়ীঃ
রাজবাড়ী সোসিও-কালচারাল ফোরামের (আরএসসিএফ) উদ্যোগে ৭ জুলাই শুক্রবার ‘ডিজিটাল সময়ে তরুণ সমাজ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সাংস্কৃতিক প্রভাব’ প্রতিপাদ্য সামনে রেখে দিনব্যাপী আরএসসিএফ ডিবেট সামিট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১১টার দিকে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিফাহ নানজিবা অহনা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন। সাধারণ সম্পাদক নিলয় সাহা নীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মুখপাত্র সাদ আহমেদ। দিনব্যাপি এই আয়োজনে শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, রাজবাড়ী সাংস্কৃতিক ঐতিহ্য অতীতকাল থেকেই সমৃদ্ধ। এজেলার মানুষ সংস্কৃতিপ্রিয়। বিভিন্ন সময় নানা অনুষ্ঠান, উৎসবের আয়োজন করা হয়। ডিবেট সামিট সাম্প্রতিক সময়ের প্রাসঙ্গিক বিষয় নিয়ে আয়োজন করা হয়েছে। এতে তরুণ প্রজন্ম আরও সমৃদ্ধ হবে।
দিনব্যাপী বিভিন্ন পর্বে এই সামিট অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন হাওয়া চলচ্চিত্রের পরিচালক মেজবাউর রহমান সুমন, প্রথম আলো বন্ধুসভার নির্বাহী সভাপতি মৌসুমি মৌ, যুমনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজা মিশু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ প্রামানিক, অভিনেত্রী নাফিজা তুষি।
রাজবাড়ী সোসিও কালচারাল ফোরামের পক্ষ থেকে আগত রিসোর্স পার্সনদের বই, সন্মানিয় স্মারক ও বন্ধু রাফিনের তৈরি প্রিন্টিং উপহার দেওয়া হয়।