সংবাদদাতা-মোঃ জামাল উদ্দিন,সিলেটঃ

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে কালাইরাগ মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। কালাইরাগ সূর্যোদয় ক্লাব এর আয়োজনে ফাইনাল খেলা মুখোমুখি হয় সোহাগ এন্টারপ্রাইজ ও পুরবী এন্টারপ্রাইজ। ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় পুরবী এন্টারপ্রাইজ।

সেরা খেলোয়াড় নির্বাচিত হয় পুরবী এন্টার প্রাইজের মাঝমাঠ খেলোয়াড় শাওন, একি দলের উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শেখ উদ্দিন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ফাইনাল শেষে কালাইরাগ সূর্যোদয় ক্লাবের সদস্য ও সাবেক খেলোয়াড় মোঃ জামাল উদ্দিনের কোর আন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান,

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কোম্পানীগঞ্জ থানা পুলিশ ইনচার্জ হিল্লোল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং উত্তর রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাইরাগ সূর্যোদয় ক্লাবের সভাপতি ও সাবেক খেলোয়াড় মোঃ রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন (মেম্বার)ও ক্লাবের সদস্য ও সাবেক খেলোয়াড় মোঃ গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে খেলাধুলার উন্নতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লুসি কান্ত হাজং, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ইনচার্জ হিল্লোল রায়, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান ও আবিদুর রহমান,

এতে আরও বক্তব্য রাখেন সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা সাবেক তারকা খেলোয়াড় কালাইরাগ সূর্যোদয় ক্লাবের সাবেক সভাপতি সুব্রত রায় সঞ্জু তিনি তার বক্তব্যে সমস্ত ক্লাবের আওতায় সকল মাঠের প্রতি খেলাধুলার মান বাড়াতে প্রধান অতিথির কাছে প্রস্তাব রাখেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামছুল ইসলাম কমান্ডার, সেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ মিয়া, শাহাবুদ্দিন, টুকের গাও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন, ক্রিড়াপ্রেমী আব্দুস সালাম, কালীবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি মোঃ রজন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, আলী হোসেন, ফারুক আহমেদ, কালাইরাগ সূর্যোদয় ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে সাবেক মেম্বার জালাল উদ্দীন, আজিজ মিয়া, আমির উদ্দিন, রইছ উদ্দিন, মাসুক মিয়া, নজরুল ইসলাম চুনু মিয়া, জিয়াউর রহমান, সমুজ মিয়া, ইমাম উদ্দিন, লালু মিয়া, বিল্লাল মিয়া, বিজন সরকার, আলা উদ্দিন, সত্যজিত, সঞ্জীবন সরকার জামাল উদ্দিন ফয়জুর,রহমান।

উক্ত টুর্নামেন্টে চারটি দল খেলেছিলেন বাকিরা হলেন মাসুম এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী বিলাল মিয়া, ফাহিম এন্টার প্রাইজ স্বত্বাধিকারী আলা উদ্দিন।

মাসুম এন্টারপ্রাইজ ৩য় স্থান অর্জন করেছে, চতুর্থ স্থান অর্জন করে ফাহিম এন্টার প্রাইজ।

ধারাভাষ্যে ছিলেন ভাটরাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন বণিক ও ক্রিড়া প্রেমী ওয়াহিদ রেজা।

ম্যাচ পরিচালনায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা তারকা খেলোয়াড় কালাইরাগ সূর্যোদয় ক্লাবের সাবেক সভাপতি সুব্রত শেখর রায় সঞ্জু, সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন উক্ত ক্লাবের খেলোয়াড় সালাউদ্দিন ও সামিম আহমেদ।