রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে সিরিজ বোমা হামলা দিবস, উগ্রমৌলবাদ,জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও ধর্মের নামে মানুষ হত্যার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । রাজবাড়ী জেলা জাতীয় শ্রমিক লীগ এই আলোচনা সভার আয়োজন করে । বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকেল পাঁচটায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী ১-আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, ফকীর আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. সফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন আলী খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সফি, জেলা যুবলীগের সভাপতি সওকত হাসান প্রমুখ । সভাপতিত্ব করেন জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু । এসময় আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য অংঙ্গসংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা বলেন, আগষ্ট মাস শোকের মাস । এই শোকের মাসে অশান্তি সৃষ্টি করার জন্য ২০০৫ সালের আজকের দিনে এক সংঙ্গে ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা করা হয় । বিএনপি জামায়াতের কাজই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ করা । ইসলাম ধর্ম একটি শান্তির ধর্ম ।যারা এই ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদ করার চেষ্টা করবে ।তাদেরকে রাজপথে প্রতিহত করা হবে ।