বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটি আয়োজোনে কেন্দ্রীয় কমিটির সভাপতি এড আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে আজ ১২ ডিসেম্বর সকাল ১১.০০ টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে অশালীন ও কটুক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে ও ০১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা, রাজাকারের সঠিক তালিকা প্রনয়ণ ও যুদ্ধাপরাধীদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবীতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি পালন শেষে ঢাকা জেলা প্রশাসক কাছে স্মারকলিপি প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতি এড আসাদুজ্জামান দূর্জয় বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটানা বারো বছর ক্ষমতায় দেশের সর্বক্ষেত্রে সাফল্যের ছোয়া রেখেছেন বিশ্বের দরবারে দেশকে এগিয়ে নিয়েছেন অথচ আজ তাকে নিয়ে অশালীন ও কটুক্তি কারিদের শান্তি ব্যবস্থা করতে হবে। এবং যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।আইনে আছে রাষ্ট্রের মালিক সরকার তারা চাইলে তাদের প্রয়োজনে যে কোন সম্পদ বাজেয়াপ্ত করে নিতে পারে। আমরা চাই যারা চায়নি এদেশ স্বাধীন হোক তারা দেশের সূর্যসন্তানদের হত্যা করেছে তাদের স্থাবর, অস্থাবর যা আছে তা বাজেয়াপ্ত করত হবে।