আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে।

৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাজীবাড়ী সন্তোলা গ্রামে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মাহবুবুল আলম বসুনিয়া, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুর রব সরকার।

এসময় অব: সেনা সদস্য দিলীপ কুমার, স্থানীয় কৃষক প্রদীপ কুমারসহ সকল ব্লকের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম স্থানীয় কৃষকদের মাঝে নিরাপদ শষ্য উৎপাদনে পার্চিং এর গুরুত্ব ও পদ্ধতি সম্বন্ধে অবহিত করেন।

এবং ফসল উৎপাদনে ক্ষতিকারক কীটনাশক ব্যবহার পরিহার করে পরিবেশ বান্ধব কৌশলে ফসল উৎপাদনের কৃষকদের আহবান জানান।এক্ষেত্রে কৃষকদের সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।