মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ০৪ ঘটি কার সময় উপজেলার বক্তারপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বেলাই বিলের বেরুয়া নলী ব্রীজের চারদিকে থৈ থৈ পানি, মুখরিত মাঝি-মাল্লার বৈঠার ছন্দ। হাজার হাজার দর্শনার্থীদের হৈচৈ হৈচৈ রব, বাঁশি-বাঁশি আর ঝরঝরে সুর, ছলাৎ ছলাৎ ঢেউ আর দর্শনার্থীর করতালিতে মুখরিত করে গ্রামবাংলার শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান পলাশ এর সঞ্চালনায় নৌকা বাইচ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে।

নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি।
বিশেষ অতিথি জামালপুর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুর্শিদ কুলি খান, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনক ,জাতীয় শ্রমিক লীগ কালীগঞ্জ উপজেলার সভাপতি কাজী মেরাজুল করিম হামীম, সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভান্ডারী,নব ঘটিত কালীগঞ্জ পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আরফাত খন্দকার,কালীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারবিন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না বাদল,দপ্তর সম্পাদক মৌসুমি আক্তার সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এর নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।
নৌকা বাইচ খেলায় ৪টি গ্রুপে ৮টি দল অংশ গ্রহণ করেন। এদের মধ্যে সুরঙ্গী নৌকার মাঝি মো. মানিক মোল্লা, মো. মতিউর রহমান এবং জলকর নৌকার মাঝি মো. আতাউর রহমান ও মো. কবির সরকারকে বিজয়ী হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি।