নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

কখনো নিজে ভ্যান চালিয়ে, কখনো অন্যদের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গাছের চারা পৌঁছে দিচ্ছেন ইয়াসির আরাফাত। ৩ বছর ধরে এমন মহৎ কাজ করছেন তিনি। গাছের চারা বিতরণ ও রোপণ যেন তার নেশা। চট্টগ্রামের মিরসরাই পৌর সদরের তরুণ ব্যবসায়ী আরাফাত বর্ষা মৌসুম এলে ছুটে যান উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তিনি মিরসরাই পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা রৌশনেজ্জামান বাচ্চু ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ফেরদৌস আরা লাকির বড় ছেলে।

জানা গেছে, তরুণ এ ব্যবসায়ীর মিরসরাই সদরে পারিবারিক রেস্টুরেন্ট আছে। এ প্রতিষ্ঠানের আয়ের টাকা থেকে তিনি গাছের চারা বিতরণ এবং রোপণ করেন। এজন্য তাকে পরিবার থেকে উৎসাহ দেওয়া হয়। এছাড়া তার রেস্টুরেন্টে শুক্রবার অসহায়, ভিক্ষুক, দরিদ্র মানুষকে বিনা মূল্যে খাওয়ানো হয়। তিনি বিভিন্ন দুর্যোগে ছুটে যান মানুষের পাশে। দক্ষিণ চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করতেও ছুটে গেছেন। দিয়েছেন খাদ্য সহায়তা। মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, ‘আরাফাত আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার কাজটি আমার খুব ভালো লাগে। আমাদের ছাত্র হিসেবে গর্ববোধ করি। সে গত রোববারও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৭০০ গাছের চারা বিতরণ করেছে।’

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, ‘আমি শুনেছি তরুণ ব্যবসায়ী আরাফাত অনেক আগে থেকেই নিজ উদ্যোগে গাছের চারা বিতরণ করছেন। পরিবেশের সুরক্ষায় সবাইকে আরাফাতের মতো মহৎ কাজে এগিয়ে আসা উচিত।’