মোস্তফা কামাল মামুন, জেলা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে বর্ষার বৃষ্টির প্রয়োজনের অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন পথ সংকোচিতসহ অর্ধশতাধিক ব্রীজ কালভার্ট ইউড্রেনের মুখবন্ধ করে ঘের ও আড়াআড়ি বাঁধ তৈরিতে কৃত্রিম জলাবদ্ধতার শিকার খুলিয়াতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঙ্গবার সকালে হাটুপানি পার হয়ে শতাধিক কোমলমতি শিক্ষার্থী বিদ্যালয়ের শ্রেণী কক্ষে পাঠদানে অংশ নেয়। আবার বর্ষার বৃষ্টির পানির কৃত্রিম জলাবদ্ধতায় বারবার ক্ষতির মুখে পড়েছে প্রান্তিক কৃষক।জলাবদ্ধতা থেকে রেহাই পায়নি ঘরবাড়ীসহ মানুষের চলাচলের রাস্তা।দ্রুত পানি নিষ্কাশন পথ জলধারা সংকোচিত হওয়ায় বাড়ীর আশপাশ বৃষ্টির পানির জলাবদ্ধতার ভোগান্তিতে সব শ্রেণি পেশার মানুষ।রোপা আমন ফসল রক্ষায় কৃষি সেচ প্রকল্পের আওতায় উপজেলার দোলা জমির অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য নালা ও এক দোলা থেকে অন্য দোলায় পানি প্রবাহের পথে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ, কালভার্ট, ইউড্রেনের সুফল বঞ্চিত হয়েছে কৃষক।রাজারহাট উপজেলার চাকিরপশার ইউপির পুরাতন রাজারহাট শিশু নিকেতন সংলগ্ন সড়কে একটি কালভার্ট, পুরাতন আশা অফিস সংলগ্ন একটি কালভার্ট, পাটোয়ারী পাড়ায় একটি কালভার্ট, নুর ইসলাম কাজীর বাড়ীর সংলগ্ন একটি কালভার্ট, চৌমুহনী বাজার সংলগ্ন তহমিনার বাড়ীর পাশে একটি কালভার্ট, ওয়াহেদ মিয়ার পাশে একটি কালভার্ট,চৌমুহনী বাজারে মোন্নাফের দোকান সংলগ্ন একটি কালভার্ট,রাজারহাট ইউপির ব্যাপারী পারা(রেললাইনের উত্তরে) গামী সড়কে একটি কালভার্ট, বাছের আলীর সামনে একটি কালভার্ট, পুনকর পাকার মাথায় একটি কালভার্ট, পোদ্দার পাড়া কাসাইটারী পাশে একটি ইউড্রেন, দেবী চরন স্কুলের পাশে একটি কালভার্ট, ঘড়িয়াল ডাঙ্গা ইউপির কুড়ার পাড় বাজারে সংলগ্ন একটি ব্রীজের মুখবন্ধ ওপর দুটির মুখে একাধিক ঘের, মধ্য সুলতানে একটি কালভার্ট, বক্করের বাড়ীর সামনে একটি কালভার্ট, মজিবরের বাড়ীর পাশে একটি কালভার্ট, আতিক আর্মির বাড়ীর সামনে একটি কালভার্ট, বু্ড়িরহাট মাদ্রাসা সংলগ্ন ইউড্রেন,
মুসরুৎ নাখেন্দা মৌজাস্থ কুড়িগ্রাম কৃষি খামার সংলগ্ন পশ্চিমে একটি কালভার্ট,চায়না বাজার হতে রেললাইন ক্রসিং এ রেলের জমির খালে মাটি পাড় তৈরিতে জলাবদ্ধতা, উমর মজিদ ইউপির, শাহাদাতের বাড়ীর সামনে কালভার্টের মুখবন্ধ, মনসুর পুলিশের বাড়ীর সামনে কালভার্টের মুখবন্ধ, বানরের কুড়ায় আড়াআড়িবাধ নির্মাণে পানিপ্রবাহ বন্ধ, কইকুড়ি বিলের রাস্তায় একটি ব্রীজের মুখবন্ধ, মোক্তার পাড়া মসজিদের সামনে একটি ব্রীজ, দিজেন মাস্টারের বাড়ী সংলগ্ন একটি ইউড্রেন, গোকুলায় হক্কানির বাড়ীর সামনে একটি কালভার্ট, মল্লিক বেগ মৌজার বরেন্দ্র হইতে পাকার মাথাগামী রাস্তায় একটি কালভার্টের মুখ বন্ধে জলবদ্ধতার অভিযোগ করেন কৃষক। রাজারহাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী সুকলা বলেন,গত কয়েকদিনের বৃষ্টিতে তেমন ক্ষতি না হলেও ইতিপূর্বের বৃষ্টির পানির জলাবদ্ধতায় ১১০ হেক্টর জমির কৃষকের ফসলের চারাগাছ পচে গেছে।১১০ হেক্টর জমিতে ধান উৎপাদন হতো ৪৯৫ মেট্রিক টন ধান। তিনি বলেন উপজেলার বিভিন্ন জায়গায় পানি প্রবাহের পথরোধ করায় এসব ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যানন্দ ইউপিতে পানি নিষ্কাশনের জন্য দায়সারা পাইপ ও চাকিরপশা ইউপির টগরাইহাট হতে ফরকেরহাট গামী রাস্তার গোদ্দারের সুইচ গেট বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ আব্দুল্লা আল মামুন বলেন আমরা দেখেশুনে ব্যবস্থা গ্রহণ করবে। এবিষয়ে জানতে চাইলে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, আমার যোগদানের অল্প কয়েক দিন হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।