মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।রবিবার (৮ অক্টোবর) সকালে পৌর এলাকার বানাইল স:প্রাথমিক বিদ্যালয়ে এ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ মোঃ আশরাফুল ইসলাম তার বক্তব্যে শিশুদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের আহ্বান জানান।সকল শিশুর অভিভাবকদের এই সপ্তাহের মধ্যে এক ডোজ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন বানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আরজুমান্দ বানু,সহকারী স্বাস্থ্য পরিদর্শক খোকন কুমার সাহা,স্বাস্থ্য সহকারী মোঃ মিনহাজুল ইসলাম ও শামীম প্রমুখ। স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আরজুমান্দ বানু জানান, ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫ থেকে ১৬ বছর বয়সী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ মাদ্রাসা, মক্তব ও এতিমখানা সমূহে ৫ থেকে ১৬ বছরের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত শিশু,পথশিশু ও শ্রমজীবীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।