মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

‘‘সড়কে আইন মেনে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’এই স্লোগানকে প্রতিপাদ্য করে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২৩ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার দুই মাসব্যাপী চলমান কর্মসূচীর অংশ হিসেবে যানবাহনে সচেতনতামূলক স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ অক্টোবর ) বিকালে নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে উপজেলার কিচক বন্দরে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার এবং বন্দরে চালক, হেলপার, ব্যাবসায়ী ও পথচারীদের লিফলেট বিতরণ করা হয়েছে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২৩ উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার এসআই ও কিচক ইউনিয়নের বিট অফিসার হাচান রেজা, এ এস আই শাহিন আলম নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান।এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই উদযাপন কমিটির সদস্য সচিব আসাদুল্লাহ,যুগ্ন আহবায়ক সামসুর রহমান, কার্যনির্বাহী সদস্য হাসিবুল হাসান, মশিউর রহমান, রেশমা খাতুন, মিজানুর রহমান, হেলাল উদ্দিন,ওমর ফারুক, ফারুক আহম্মেদ প্রমূখ।