মোঃ ফেরদৌস আালম, পাটগ্রাম প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। তবে পাটগ্রামের সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বইছে দেবী দূর্গার আগমনী বার্তা। আর কিছু দিনপর শুরু হতে যাচ্ছে শারদীয় দূর্গাপূজা। সেই জন্য প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে পাটগ্রামের মৃৎশিল্পীরা, তৈরি করছে কাদামাটি বাঁশ খড় সুতলি দিয়ে শৈল্পিক শ্রদ্ধায় তিলতিল করে গড়ে তুলছে দেবী দূর্গার প্রতিমা । আপর পাসে চলছে পূজা মন্ডবকে সাজানোর বিভিন্ন রং সাজে সজ্জিত করার আায়োজন। প্রতিবছরের ন্যায় এ বছরেও শান্তিপূর্ণ ভাবে হবে পাটগ্রাম উপজেলায় আয়োজিত শারদীয় দূর্গাপূজা । পাটগ্রাম উপজেলা বিভিন্ন স্থানে (৪৫)টি পূজা মন্ডপ রয়েছে প্রতিটিতে ২/৩ জন করে থাকবে গ্রামপুলিশ জানিয়েছেন কয়েটি মন্ডপের পরিচালকগণ।২০অক্টোবর মহাষষ্ঠী তিথিতে হবে ও ষষ্ঠিবিবাহিত পূজা এবং(২৪) শে অক্টোবর মহাদশমী বা বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দূর্গাপূজা। পূজার দিন ঘনিয়ে আসায় দিন রাত পরিশ্রম করে চলছে কারিগরেরা। তবে কাদামাটি দিয়ে প্রতিমার কাজ শেষ হয়েছে এখন রং তুলির আঁচরে পাবে প্রতিমা গুলো দৃষ্টিনন্দন রুপ। দেবী দুর্গার সঙ্গে গড়ে তুলেছেন কার্তিক, গণেশ,লক্ষ্মী আর সারস্বতীর মূর্তি।

সনাতন ধর্মাবলম্বীদের উৎসব কে মূখরিত করতে এবং শিল্পী দের পৈএিক পেশাকে টিকিয়ে রাখতে দিনভর সংগ্রাম করছেন বলে জানান প্রতিমা শিল্পী কার্তিক পাল।