মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়া-নাটোর মহাসড়কে দূর্ঘটনা রোধে কমিউনিটি বিট পুলিশিং উপলক্ষে মঙ্গলবার দুপুরে এক র্যালি অনুষ্ঠিত হয়।র্যালি শেষে নন্দীগ্রামের পাইলট হাইস্কুল মোড়ে অর্ধ শতাধিক পথচারি ও বিভিন্ন যানবাহনের চালকদের উপস্থিতিতে সচেনততা মূলক কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো.আব্বাস আলী। সড়ক দুর্ঘটনা রোধে দিকনির্দেশনা দিয়ে তিনি বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যা যা করণীয় সবাইকে সঙ্গে নিয়েই করব।মহাসড়কে ট্রাকসহ যানবাহন পার্কিং করলে মামলা দেওয়া হবে। সড়কের ওপর কোনো যানবাহন পার্কিং বা চলন্ত অবস্থায় যাত্রী ওঠা-নামা করানো যাবে না। নছিমন, ভটভটি, ইজিবাইক, সিএনজিসহ কোনো থ্রি হুইলার মহাসড়কে যেন না ওঠে সে বিষয়ে চালক,যাত্রী, পথচারি সবাইকে সচেতন হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশের দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার ফিরোজুর রহমান ফিরোজ আহমেদ সহ এলাকার সুধীজন।