রাজবাড়ী জেলা ঃ

চলো যাই ঘুরে আসি ওরা এগারো জন রাজবাড়ীর পক্ষ থেকে একদল ভ্রমণ পিপাসুদের ১৫ তম ভ্রমণের আয়োজন করা হয়েছে।

২৭ শে অক্টোবর শুক্রবার সারাদিন ব্যাপি তিন জেলার মোহনায় নৌকা ভ্রমণে মানিকগঞ্জ শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ী, পাবনা আমিনপুর উপজেলার কাজীর হাট ব্রীজ, ঢালার চর দুপুরে মধ্যাহ্ন, পদ্মা নদী, যমুনা নদীর মিলনস্থল নৌকা ভ্রমণ আয়োজন করা হয়।

দিনব্যাপী আনন্দ ভ্রমণকালে সকালে রাজবাড়ী মৌলভী ঘাটে সবাইকে ৭টার মধ্যে উপস্থিত হতে বলা হয়। সবাই একসঙ্গে হয়ে আটটায় নৌকা ছারা হয় মানিকগঞ্জ তেওতা জমিদার বাড়ীর উদ্দেশ্যে। যাত্রা পথে পদ্মার মাঝে নৌকায় সকালের নাশতা করা হয়। তেওতা জমিদার বাড়ী বাজার ঘাটে নৌকা ভেরানো হয় সকাল ৯ টা ৪০ মিনিটে। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে আল মাদানী মাজার শরীফ, তার পাশে জমিদার বাড়ী বাজার, এর পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী প্রমিলা দেবীর প্রতিকৃতি সহ পুকুর ঘাট, রাস্তা পার হয়ে পুরনো জমিদার বাড়ী, এরপর আবার নৌকায় উদ্দেশ্য কাজির হাট ব্রিজের নিচে নৌকা ভিরিয়ে হাটে প্রবেশ করে ঘোষের নিকট হতে দই নিয়ে ঢালার চর মোল্লা বাড়ী মসজিদে নামাজ আদায় করে। মধ্য চরে মধ্যাহ্ন ভোজন সেরে নৌকায় ফিরে এরপর বিকেল গড়িয়ে নদীর মাঝে নৌকায় সকলের অভিব্যক্তি প্রকাশ করেন ভ্রমণ পিপাসু ওরা এগারো জন রাজবাড়ীর সদস্যরা। এর মধ্যে কিছু নতুন সদস্য যারা ব্যবসা বানিজ্য নিয়ে ব্যস্ত থাকেন যাদের বেড়ানোর সময় হয় না মূলত তারাই বেশি উপভোগ করেছেন এটা। পুরো আয়োজনটা আনন্দে রাখেন আসলাম ছবি ঘরের মালিক মোঃ আসলাম উদ্দিন।

এসময় উপস্থিতে অভিব্যক্তি প্রকাশ করেন, রাজবাড়ী জেলা বলাকা প্যাথলজির মালিক মোঃ বাবলু, হাসপাতাল গেটের মেডিসিন স্টোরের মালিক আব্দুস সালাম, সাংবাদিক মহসিন মৃধা, কাদের সাইকেল স্টোরের মালিক আব্দুল কাদের, মৃধা হার্ডওয়ারের মালিক মোঃ মিঠুন মৃধা, ছাত্তার লাইব্রেরির মালিক বিল্লাল হোসেন, সহিদ বুক হাউসের মালিক মোঃ সেন্টু, মাদ্রাসা লাইব্রেরির মালিক।

সঞ্চালনা করেন বিসমিল্লাহ মেটালিকের মালিক মোঃ মিঠু।

চলো যাই ঘুরে আসি ওরা এগারো জন এর সন্মানিত উপদেষ্টা এ্যাডভোকেট শফিকুল হোসেন শফিক ভ্রমণের সার্বিক দিক নিয়ে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মধ্যে ত্রিমোহনার নৌকা ভ্রমণ শেষ হয়।