রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুরে ট্রেনের নিচে কাটা পড়ে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত এক ব্যক্তি (৬৫) নিহত হয়েছে।
সকাল পৌনে ১১টার দিকে খুলনা-ঢাকা রেলপথের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া ৮টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি খানখানাপুর  রেলস্টেশন এলাকায় পৌছালে স্টেশনের প্রায় ১০০ মিটার পূর্ব দিকে অজ্ঞাত পরিচয়ের ওই প্রতিবন্ধি সকাল থেকে রেললাইন বসে থাকায় ট্রেনের নিচে কাটা পড়ে। এতে করে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, খানখানাপুর রেলস্টেশনে পূর্ব দিকে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায় নাই। খবর পাওয়ার পর পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
রাজবাড়ী রেলস্টেশন সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে প্রতিদিন ফরিদপুরের ভাঙা, গোয়ালন্দ ঘাট, কুস্টিয়ার পোড়াদাহ, রাজশাহী ও খুলনার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়। ১ নভেম্বর থেকে খুলনা থেকে যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, পদ্মা সেতু হিয়ে সুন্দরবন এক্সপ্রেস চলাচল শুরু করে। পরের দিন ২ নভেম্বর থেকে যশোরের বেনাপোল থেকে পদ্মা সেতু দিয়ে বেনাপোল এক্সপ্রেস চলাচল শুরু করে।