মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও সমাজ সেবার আয়োজনে ৩৫ জন রোগীকে চিকিৎসা সহায়তার ১ কোটি ৭৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩৫ জন রোগীর মাঝে চিকিৎসা সহায়তার ১ কোটি ৭৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩৫ জন রোগীর মাঝে ১ কোটি ৭৫ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের ৩৫ জন রোগী ও পরিবারের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।