রাজবাড়ী প্রতি‌নি‌ধিঃ
রাজবাড়ী খানখানাপুর স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুম‌তি এক্সপেস ট্রেন  স্টপজের দা‌বিতে মানববন্ধন কর্মসূ‌চি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
৮ ই ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় খানখানাপুর রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে ২ ঘন্টা ব্যাপি খানখানাপুর ও আশেপাশের  ইউনিয়ন বাসীর ব‌্যানারে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।
এদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুম‌তি এক্সপ্রেস ট্রেন‌টি বি‌ভিন্ন স্টেশনে যাত্রা বির‌তি দিয়ে বেলা ১১টা ২০ মি‌নিটের দিকে খানখানাপুর স্টেশনে পৌছালে মানববন্ধনকারীরা ট্রেন‌টিকে আটকে রাখে। এ সময় ১০ থেকে ১৫ মিনিট ট্রেন‌টি আটকে রেখে ১৫ দিনের আল্টি‌মেটাম দিয়ে ট্রেন‌টি ছেড়ে দেয় মানববন্ধন কারীরা‌।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ নান্নু, সহ সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, ১ নং ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য নব কুমার দত্ত, ঢাকাস্থ খানখানা পুর সমিতির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার হাসান ফারুক, প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. রাকিবুল হাসান বাদশাসহ ৫ শতাধিক এলাকাবাসী।
মানববন্ধনকারীরা রেল কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের সময় বেঁধে দেন। এর পরেও যদি মধ্যে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি খানখানাপুর রেল স্টেশনে স্টপেজ না দেয় তাহলে বৃহত্তর কর্মসূ‌চি পালনের হু‌শিয়া‌রি দেন। খানখানাপুর এক‌টি গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে বহু যাত্রী‌ বি‌ভিন্ন কাজে ঢাকায় যাতায়াত করেন। ফলে এখানে মধুম‌তি ট্রেনের স্টপেজ প্রয়োজন।