এম এইচ আলী রেজা, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলোচিত হত্যাকান্ড সেখ সুমন সবুজকে গুলি করে হত্যার অভিযোগে রেজাউল সরদার (৩৮) কে গ্রেপ্তারের পর ৫ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত রেজাউল রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেম্বার পাড়ার মৃতঃ কেরামত সরদারের ছেলে।

রাজবাড়ী জেলা পুলিশ সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থানার একটি চৌকস আভিযানিক টিম গত ১৮ই ডিসেম্বর গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে রেজাউলকে গ্রেফতার করে। পরবর্তীতে বিজ্ঞ আদালত তাকে ০৫ (পাঁচ) দিনের রিমান্ড মঞ্জুর করলে রিমান্ডে এনে তাকে ‍জিজ্ঞাসাবাদকালে তার দেওয়া তথ্যমতে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে দৌলতদিয়ায় তার নিজ বাড়ি থেকে ২১ শে ডিসেম্বর  বিকালে উক্ত হত্যাকান্ডের ঘটনায় ব্যবহৃত একটি ৯এম‌এম পিস্তল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। অস্ত্র উদ্ধারসংক্রান্তে গোয়ালন্দঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি অদ্য বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।