মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ
পার্বতীপুর বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ৭ম আসরের ৪র্থ ও শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ঢাকা বিভাগের ঐতিহ্যবাহী দল টাঙ্গাইল ফুটবল একডেমী দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে ৪র্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মনপুরা মাঠের ৪ বারের চ্যাম্পিয়ন ও হ্যাট্রিক চ্যাম্পিয়ন সৈয়দপুর ফুটবল একাডেমি দল। খেলার প্রথমার্ধে বিজয়ী দলের পক্ষে দুটি গোল করেন যথাক্রমে স্বাধীন ও সাগর এবং দ্বিতীয়ার্ধে বায়েজিদ তৃতীয় গোলটি করেন। প্রকৃতপক্ষে এই খেলায় টাঙ্গাইল দল একপ্রকার কোন প্রতিরোধই গড়তে পারেনি। বিজয়ী দলের পক্ষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সৈয়দপুর দলের পক্ষে আফ্রিকান খেলোয়াড় গাচ।
আজ ১৯ জানুয়ারী শুক্রবার বিকালে বেলাইচন্ডি মনপুরা উন্মুক্ত ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইয়ং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ (মামুন)। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজগার আলী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম, সাবেক ফুটবলার ও রেফারী কামরুল হক (কামু) । আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির পরিচালক জাহাঙ্গীর আলম বিপ্লব, সার্বিক তত্ত্বাবধায়ক শাহজাহান আলী সাজু, উন্মুক্ত মাঠের জমিদাতা সদস্যরা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাঠে চমৎকার রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় কানায় কানায় দর্শক সমাগমে পুরো মাঠ ভরে যায় এবং অনেকেই টিকেট না পেয়ে গাছের ডালে ও টিনের ঘেরা ডিঙ্গিয়ে মাঠে প্রবেশ করে। খেলার পুরো ধারা বর্ণনায় বরাবরের মতই ছিলেন, পার্বতীপুরের কীর্তি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু। প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন- পাবনার তুষার সরকার। তার সহকারী দু’জন ছিলেন জাহাঙ্গীর ও আল আমিন। উল্লেখ্য নকআউট ভিত্তিক ৮ দলের এই টুর্নামেন্টটির এটিই ছিলো শেষ খেলা। আগামী ২৬ জানুয়ারি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কুষ্টিয়া জেলা দলের মোকাবেলা করবে পঞ্চগড় বোদা ফুটবল একাডেমি। পরের ০২ ফেব্রুয়ারীর দ্বিতীয়প সেমিফাইনালে মুখোমুখি হবে রংপুর (পীরগঞ্জ) ও টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন দল সৈয়দপুর ফুটবল একাডেমি। গত ৩০ ডিসেম্বর উদ্বোধন হওয়া টুর্নামেন্টটির ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, প্রতি শুক্রবার বেলা সাড়ে ৩ টায়।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ০৯ ফেব্রুয়ারী শুক্রবার টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।