রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একটি লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শুটার গান এবং ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ একাধিক মামলার আসামি গ্রেফতার করা হয়েছে।

১৯ শে জানুয়ারি শুক্রবার সারে আটটার দিকে  রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)  অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই মোঃ মোতালেব হোসেন এর একটি টিম রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন বড় চরবেনীনগর গ্রামের সাব্বির মন্ডল (২৫), পিতা-বিল্লাল মন্ডল এর বসত বাড়ীর পূর্ব পাশে রাস্তার উপর হতে  সাব্বির মন্ডলকে ২৫০(দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার অবৈধ বাজার মূল্য অনুমান ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা সহ গ্রেফতার করেন। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে  অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর থানাধীন বড় চরবেনীনগর সাকিনস্থ জনৈক মুকুল মন্ডল (৫০) এর পতিত জমির মধ্যে ঘাসের ছোপের পাশ্বে বালু খুড়ে একটি লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শুটার গান সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য সিডিএমএস যাচাই করে ধৃত আসামী সাব্বির মন্ডল এর বিরুদ্ধে পূর্বে ০৪ টি মামলা সংক্রান্তে তথ্য পাওয়া যায়।