রাজবাড়ী প্রতিনিধিঃ
১৯০২ সাল থেকে রাজবাড়ী রেলস্টেশন থেকে ভারতের মেদিনীপুর জোড়ামসজিদ ওরশ শরীফে প্রতিবছর যাচ্ছে একটি বিশেষ ট্রেন বা স্পেশাল ট্রেন।
১৪ ই ফেবুয়ারী বুধবার রাত ১০টায় রাজবাড়ী রেল স্টেশন থেকে আঞ্জুমান-ই-কাদেরীয়ার আয়োজনে বাংলাদেশ ও ভারত সরকারের উদ্যোগে ২৪টি বগি সম্বলিত মেদিনীপুর ওরশে স্পেশাল ট্রেনে দুই হাজার ২৫১জন যাত্রী নিয়ে রওনা হয়। যাত্রীদের মধ্যে পুরুষ এক হাজার ৩১৬ জন , মহিলা ৮৫২ জন এবং শিশু ৮৩ জন (বালক ৫৫ ও বালিকা ২৮) জন।
 রাজবাড়ী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে নূরনবী হয়রত মুহাম্মদ (সা.) এর ৩২তম ও বড় পীর গাউসুল আযম হযরত আবদুল কাদের জিলানী (আ.) এর ১৯তম অধস্তন পবিত্র বংশধর আলী আবদুল কাদের সামশুল কাদের হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম ‘মওলাপাক’ এর ১২৩তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ ১৭ ফেব্রুয়ারি  শনিবার দিবাগত রাতে উদযাপিত হবে।