রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী শহরের শ্রীপুর বাজারে অভিযান চালিয়ে এক জাটকা বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন বাবু। এসময় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক লতিফুর রহমান খান, সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব প্রমূখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সকালে শহরের শ্রীপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। বাজারে সনাতন হালদার নামে এক মাছ ব্যবসায়ী জাটকা ইলিশ বিক্রি করছিলেন। তাকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তিনি ভবিষ্যতে আর জাটকা ইলিশ বিক্রি করবেন না বলে প্রতিশ্রুতি দেন। অন্য ব্যবসায়ীদেরও সর্তক করা হয়। এসময় জাটকা ইলিশ জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের জরিমানার সত্যতা স্বীকার করেছেন সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব। তিনি বলেন, জব্দ করা জাটকা ইলিশ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মধ্যে বিলি করে দেওয়া হয়েছে।